ভোলায় বিএনপির সমাবেশ

‘রক্তের সিঁড়ি বেয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করবে জনতা’

দুই নেতা হত্যার বিচার ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। মঙ্গলবার সদর রোডে
ছবি: প্রথম আলো

ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের রক্ত বৃথা যেতে পারে না। তাঁদের রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশের জনতা বর্তমান স্বৈরাচারী সরকারকে উৎখাত করবে বলে মন্তব্য করেছেন ভোলা-৪ (মনপুরা ও চরফ্যাশন) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর রোডের মহাজনপট্টিতে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত দুই নেতা হত্যার বিচার ও জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভোলা-৪ (মনপুরা ও চরফ্যাশন) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য হায়দার আলী, জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খান, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম প্রমুখ।

নাজিম উদ্দিন আলম বলেন, ‘আবদুর রহিম, নূরে আলম সেদিন কী অপরাধ করেছিল, কেন তাঁর মা–বাবার কোল খালি করা হলো। তাঁরা কোনো অন্যায় করেননি। তাঁরা জনগণের দাবির স্বার্থে মাঠে নেমেছিলেন। এ অন্যায়ের জবাব কে দেবে? কে এর বিচার করবে?’

দুই নেতা হত্যার বিচার ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশে। মঙ্গলবার সদর রোডের মহাজনপট্টিতে বিএনপির কার্যালয়ের সামনে

সাবেক এই সংসদ সদস্য বলেন, আজকে বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে হামলা করা হচ্ছে। ভোলায় বিএনপির সভাপতির বাড়িতে পুলিশি হামলা হয়েছে। নূরে আলম ও আবদুর রহিমের রক্ত বৃথা যেতে পারে না। এ রক্তের সিঁড়ি বেয়ে সারা বাংলাদেশের জনতা স্বৈরাচারী সরকারকে উৎখাত করে ছাড়বে। খালেদা জিয়াকে মুক্ত করবে। দেশনায়ক তারেক জিয়াকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনবে।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, ‘ভোলাবাসী কোনো কিছুকেই ভয় পায় না। আমার দুই ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পরিবর্তন ঘটাবে।’

সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁদের অনেকের গায়ে ছিল ধানের শীষের ছবি-সংবলিত টি–শার্ট। সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।