রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারে এক গ্রন্থাগারিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত পৌনে ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪৫)। তিনি পাংশা বালিকা উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগারিক। পাশাপাশি তাঁর হোসেনডাঙ্গা বাজারে সার ও কীটনাশক বিক্রির দোকান ছিল। তাঁর বাড়ি কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামে।
মিজানুর রহমানের শ্যালক পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীদুল ইসলাম মারুফ বলেন, ‘আজ আমার দুলাভাই মিজানুর রহমানের দোকানে হালখাতা ছিল। দোকানের কাজ সেরে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তাঁর সঙ্গে আরও দুজন লোক ছিল। দোকান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মোটর সাইকেলের গতি রোধ করা হয়। এরপর তাঁকে গুলি করে হত্যা করা হয়। তবে দুলাভাইয়ের সঙ্গে থাকা দুজনের কোনো ক্ষতি হয়নি। তাঁদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’
মিজানুর রহমানের গুলিতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে তাঁকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ এ বিষয়ে কাজ করছে। আশা করছি, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনসহ জড়িত ব্যক্তিদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব।’