নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে পাইকারি মসলাপট্টিতে গতকাল রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে পাইকারি মসলাপট্টিতে গতকাল রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

নারায়ণগঞ্জে মসলাপট্টিতে আগুন, নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে পাইকারি মসলাপট্টিতে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সেখানে আগুন লাগে। এতে ১২টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সেখানে আগুন লাগার পর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর আগেই পাইকারি মসলা, মুদি, প্লাস্টিক পণ্যের দোকানসহ মোট ১২টি দোকান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ পাঁচজন আহত হন। তাঁদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ‘মিলন স্টোর’ নামের দোকানের কর্মচারী সুমন মিয়া বলেন, তাঁদের দোকানের পেছনে একটি প্লাস্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সময় ওই দোকানের শাটার বন্ধ ছিল। আগুন দ্রুতই পাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।