অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মাদক নতুন প্রজন্মকে শেষ করে দিয়েছে। নেশা যদি বন্ধ করতে যাই, তাহলে একা পুলিশ পারবে না; একা পুলিশ স্টেশন পারবে না। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, পুলিশ, র্যাব, বিজিবি, ডিসি–এসপি সবাইকে সমন্বিত করে একটা কনসার্টেড ফোর্স গ্রহণ করতে পারলে সমাজ থেকে আগামীকাল মাদক দূর হয়ে যাবে।’
দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন। দুই দিনব্যাপী দিনাজপুর জেলা ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
ঢাকা বিশ্বিবদ্যালয়ের একটি গবেষণার তথ্য উল্লেখ করে আ ফ ম খালিদ হোসেন বলেন, শিক্ষিত মানুষের তিনভাগের একভাগ এখন নেশা (মাদক) ধরেছেন। তিনি আরও বলেন, ‘এমন অবস্থা হয়েছে, দেশে এখন ৫০ হাজারের একটা চেকের টাকা ব্যাংক দিতে পারে না। আমরা অবস্থা এমন করেছি। আলেম-ওলামা–মাশায়েখরা দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেননি। একজনও দেখাতে পারবেন না যে দেশের টাকা লুট করে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বিদেশে বাড়ি করেছেন। যাঁরা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি ও সম্পদ গড়েছেন, তাঁরা দেশপ্রেমিক হতে পারেন না।’
ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন বিরামপুর কাসেমুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিরুল ইসলাম ও বিরামপুর কেন্দ্রীয় মসজিদ সিরাতুল কোরআন কওমি মাদ্রাসার মুহতামিম আনিছুর রহমান। মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর আল জামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক শামসুল হুদা খান। মহাসম্মেলনে আমন্ত্রিত ওলামায়েকেরাম হিসেবে ছিলেন মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কাজী ফজলুল করিম, মুফতি আবদুল হাকিম, জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমির আনোয়ারুল ইসলাম ও নায়েবে আমির মুহাদ্দিস এনামুল হক।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টার কাছে বিরামপুর ওলামা মাশায়োখ পরিষদের পক্ষ থেকে বিরামপুর জেলা বাস্তবায়ন, সব প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ, বাংলাদেশের সব মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে সরকারিভাবে ভাতা প্রদানসহ ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে গতকাল বিকেল সাড়ে তিনটায় হাকিমপুরের বাংলাহিলি আল জামিয়াতুল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসায় সাম্প্রদায়িক সম্প্রতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামাদের ভূমিকা বিষয়ে আলোচনা সভায় অংশ নেন খালিদ হোসেন।