শেরপুরের নকলায় পৃথক দুই স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে উপজেলার হাসনখিলা ও রেহারচর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামের মন্নেস আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৩০) ও চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের সিদ্দিক সরকারের ছেলে মো. নাজমুল হক (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে রফিকুল ইসলাম তাঁর ভাইদের সঙ্গে বাড়ি–সংলগ্ন খেতে আমন ধানের বীজতলা থেকে চারা তুলতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল আটটার দিকে উপজেলার রেহারচর গ্রামের নাজমুল হক বাড়ির পাশের একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।