বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার সভাপতি ও ছোটবগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌফিকউজ্জামান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আজ শনিবার সকালে তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৪ সালে তালতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনেও রেজবি-উল-কবির সভাপতি ও তৌফিকউজ্জামান সাধারণ সম্পাদক হয়েছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিকউজ্জামানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ (শম্ভু)। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানি। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রাত সাড়ে আটটায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সম্মেলনের প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির ও সাধারণ সম্পাদক পদে ইউপি চেয়ারম্যান তৌফিকউজ্জামানের নাম ঘোষণা করেন।