মামলা
মামলা

রংপুরে সাবেক দুই প্রতিমন্ত্রী ও চার এমপির বিরুদ্ধে হত্যা মামলা

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান (মুন্না) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মাহমুদুলের বাবা আবদুল মজিদ। বিচারক মামলাটিকে এজাহারভুক্ত করতে মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বলে জানান বৈষম্যবিরোধী আইনজীবী আন্দোলনের সদস্যসচিব পলাশ কান্তি নাগ।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন লালমনিরহাট-১ (পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোতাহার হোসেন, লালমনিরহাট-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান, লালমনিরহাট-৩ (সদর) সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সফুরা খাতুন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী, রংপুরের বদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র টুটুল চৌধুরী, রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলে রাব্বী (সুইট), রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বিক্ষোভ চলার সময় রংপুর শহরের মিনি সুপার মার্কেটের সামনে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। ওই দিন বাবা আবদুল মজিদকে দুপুরের খাবার দিতে গেলে হামলাকারীরা মাহমুদুল হাসান মুন্নাকে লাঠিসোঁটা–দেশি অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।