ঢাকা-মতলব সড়কে কুমিল্লার দাউদকান্দিতে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে প্রায় ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বিটেশ্বর অঞ্জন রায়ের বাড়ির কাছে আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর নাম সামসুল হক ব্যাপারী (৫০)। তাঁকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সামছুল হক উপজেলার মালিগাঁও গ্রামের কালা গাজী ব্যাপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কালাসোনা বাজারে মাংসের ব্যবসা করতেন। প্রতিদিন ভোরে উপজেলার বিটেশ্বর বাজার থেকে শতাধিক কেজি মাংস কিনে কালাসোনা বাজারে নিয়ে বিক্রি করেন। আবদুস সাত্তার (২৫) নামের এক ছিনতাইকারীকে স্থানীয় লোকজন আটক করেছেন। জব্দ করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল।
বিটেশ্বর বাজারের মাংস ব্যবসায়ী নবীর হোসেন ব্যাপারী বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে ব্যবসায়ী সামসুল হক পাইকারি দরে মাংস কেনার জন্য ৬০ হাজার টাকা নিয়ে বিটেশ্বরে আসেন। ভোর পাঁচটার দিকে অটোরিকশাটি ঢাকা-মতলব সড়কের বিটেশ্বর অঞ্জন রায়ের বাড়ির কাছে পৌঁছলে একটি মোটরসাইকেলের মাধ্যমে তিনজন ছিনতাইকারী অটোরিকশাটির গতি রোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা এলোপাতাড়ি কোপাতে থাকেন। চিৎকার–চেঁচামেচিতে লোকজন জড়ো হন। ধস্তাধস্তির একপর্যায়ে অটোরিকশার চালকসহ স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় অন্য দুই ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যান। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি স্থানীয় লোকজন জব্দ করেছেন।
সামসুল হক ব্যাপারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাত আক্তার। তিনি বলেন, আহত ব্যক্তির পুরো শরীরে কোপানো হয়েছে। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অন্য দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দ মোটরসাইকেলটি উপজেলার নুরপুর গ্রামের বাহরাইনপ্রবাসী বায়েজিদ মিয়ার বলে দাবি করেন। বায়েজিদ মিয়া জানান, বৃহস্পতিবার রাতে তাঁর মোটরসাইকেলটি নিজ বাড়ি থেকে চুরি হয়েছে।