বরিশালে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল নগরসংলগ্ন কাশিপুর এলাকায় দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রেজাউল ইসলাম ওরফে রাহাত (৩১)। তিনি বরিশাল নগরের ৩ নম্বর ওয়ার্ডের মতাশার এলাকার বাসিন্দা রহিম মল্লিকের ছেলে। রেজাউল একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

বরিশাল মেট্রোপলিটন পু‌লি‌শের বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস বরিশালের চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি কাশিপুর এলাকার দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রেজাউলের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে রেজাউল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, নিহত রেজাউলের লাশ হাসপাতালের লাশ সংরক্ষণের কক্ষে রাখা হয়েছে। পুলিশ ও নিহত যুবকের স্বজনেরা এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নে‌বেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পর গোল্ডেন লাইন পরিবহনের ওই বাস ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারীকে আটক করা যায়নি।