চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হলগুলোতে ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) কার্যক্রম শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার ছাত্রদের আবাসিক এ এফ রহমান হলের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ছাত্রদের বাকি হলগুলোও ডোপ টেস্টের আওতায় আনা হবে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রেই এই পরীক্ষা করতে পারবেন শিক্ষার্থীরা। পরীক্ষায় মাদকাসক্ত শনাক্ত হলে ওই শিক্ষার্থীর হলের আসন বাতিল হবে। পরীক্ষা করতে প্রতি শিক্ষার্থীকে ফি দিতে হবে ৩৫০ টাকা। পরীক্ষার ফলাফল শিক্ষার্থী আর প্রশাসন ছাড়া অন্য কেউ জানবেন না। বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগেই এই পরীক্ষা হবে।
আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে সহ-উপাচার্য ছাড়াও ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আতিয়ার রহমান, শাহ আমানত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক গোলাম কিবরিয়া, ভারপ্রাপ্ত চিকিৎসক কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে সম্পৃক্ত করে ডোপ টেস্ট করার উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। তবে সেখানকার এক কর্মকর্তা জানিয়েছেন ডোপ টেস্ট করতে ৯৫০ টাকা খরচ হবে। কিন্তু স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য এই খরচ বেশি। পরে মেডিকেল কলেজ থেকেই পরামর্শ দেওয়া হয়, চেষ্টা করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা নেওয়া সম্ভব।
সহ-উপাচার্য বলেন, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী থেকে শুরু করে সবাইকে ডোপ টেস্টের আওতায় আনা হবে। প্রয়োজনে তিনি নিজেও ডোপ টেস্ট দেবেন।
আপাতত ছাত্রদের সাতটি হল ও একটি হোস্টেলে ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ১২ থেকে ১৪ ডিসেম্বর এ এফ রহমান হল, ১৫ থেকে ১৭ ডিসেম্বর আলাওল হল, ১৮ থেকে ২২ ডিসেম্বর শহীদ আব্দুর রব হল, ২৩ ও ২৪ ডিসেম্বর মাস্টারদা সূর্যসেন হল, ২৫ থেকে ২৯ ডিসেম্বর শাহ আমানত হল, ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি সোহরাওয়ার্দী হল, ৩ থেকে ৬ জানুয়ারি শাহজালাল হল আর ৭ জানুয়ারি শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের শিক্ষার্থীরা ডোপ টেস্ট দেবেন।
জানতে চাইলে জীববিজ্ঞান অনুষদের ডিন ও ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক অধ্যাপক আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডোপ টেস্ট নেওয়া হবে। পরবর্তী এক-দুই দিনের মধ্যে ফলাফল জানানো হবে।