শেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জঙ্গলদী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের লালু খাঁ (৫০) ও মোগল খাঁ (৬৫)। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন নিহত মোগল খাঁর ছেলে নূর মোহাম্মদ (৪০) ও মৃত তজি খাঁর ছেলে দুলাল মিয়া (৩২)। গুরুতর আহত অবস্থায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার জঙ্গলদী গ্রামের খাঁ গোষ্ঠী ও ছুতার গোষ্ঠীর মধ্যে দুই একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। আজ দুপুর ১২টার দিকে ছুতার গোষ্ঠীর ছামেদুল, শামসুদ্দিন, ইব্রাহিম, আমজাদ মুন্সিসহ অর্ধশতাধিক লোক লাঠিসোঁটাসহ দেশি অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিটি দখল করতে যান। তখন খাঁ গোষ্ঠীর লালু খাঁ, মোগল খাঁসহ অন্যরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে ছুতার গোষ্ঠীর লোকজন দেশি অস্ত্র নিয়ে খাঁ গোষ্ঠীর লোকজনের ওপর হামলা করেন। এতে লালু খাঁ, মোগল খাঁসহ অন্তত সাতজন আহত হন।
স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে লালু খাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মোগল খাঁসহ আহত অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেলে মোগল খাঁ মারা যান। খবর পেয়ে সদর থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার পরপরই ছুতার গোষ্ঠীর লোকজন পালিয়ে যান। পলাতক থাকায় তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত লালু খাঁর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।