বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের কুক্ষ্যংঝিরি এলাকায় ভেঙে পড়া বেইলি সেতু। আজ সকাল ৯ টার দিকে তোলা
বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের কুক্ষ্যংঝিরি এলাকায় ভেঙে পড়া বেইলি সেতু। আজ সকাল ৯ টার দিকে তোলা

বেইলি সেতু ভেঙে পড়ায় বান্দরবান–রুমার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ

বেইলি সেতু ভেঙে পড়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের কুক্ষংঝিরি এলাকায় একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এরপর জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই সড়কের সেতুর উভয় পাশ পর্যন্ত যানবাহন চলাচল করছে। ভেঙে পড়া সেতুর দুই পাশে যাত্রীবাহী বাসও চলছে বলে পরিবহনশ্রমিকেরা জানিয়েছেন।

রুমা উপজেলা পরিবহন শ্রমিক সিমিতির লাইনম্যান আবু বক্কর জানিয়েছেন, সকাল ৮টার দিকে একটি ভারী গাড়ি পার হওয়ার সময় কুক্ষংঝিরি বাজার এলাকার একটি বেইলি সেতু ভেঙে পড়ে। তবে দুর্ঘটনায় গাড়িটির কোনো ক্ষতি হয়নি। এতে সেতুর পাটাতন খুলে গেছে। এরপর আর ওই সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। অবশ্য যাত্রীরা হেঁটে ভেঙে পড়া সেতু পারাপার করে উভয় দিক থেকে যানবাহনে চলাচল করছেন। বেইলি সেতুর দুই পাশ থেকে যাত্রীবাহী বাস চলাচল করছে।

কুক্ষংঝিরি বাজার এলাকায় ভেঙে পাড়া সেতুটি বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কে অবস্থিত। এটি জেলা শহর থেকে ৪০ কিলোমিটার ও রুমা উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে।

জেলা শহরের রুমা বাসস্টেশনের গাড়িচালকেরা জানিয়েছেন, গতকাল শনিবার রাতেও সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে। সকালে রুমার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলো ৮টার পর আর রুমা উপজেলা সদরে যেতে পারেনি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ভেঙে পড়া বেইলি সেতুটি সম্পর্কে সড়কটির ওই এলাকায় দায়িত্বরত ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত মেরামতের ব্যবস্থা নেবেন।