জয়পুরহাট সদর আওয়ামী লীগ

নতুন সভাপতি আনোয়ার ও সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম

জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে রোববার সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়
ছবি : প্রথম আলো

জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনার ভিত্তিতে আনোয়ার হোসেনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মীর মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

আজ দুপুরে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ আয়োজন করা হয়। বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান দলের এই ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য আবদুর রহমান। তিনি বলেন, কোনো অসাংবিধানিক পন্থায় ক্ষমতার পালাবদল হবে না। এই দেশে শুধু সাংবিধানিক পন্থায় ক্ষমতার পালাবদল হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। এর কোনো বিকল্প হবে না। এই বাংলাদেশের মানুষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে যেভাবে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, সেভাবেই আগামী নির্বাচনে তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজা শামছুল আলম।

বেলা দুইটায় সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নেতারা সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীদের সঙ্গে বৈঠক করার জন্য সার্কিট হাউসে ডেকে নিয়ে যান। সেখানে বৈঠক শেষে বেলা সাড়ে তিনটায় জেলা আওয়ামী লীগের সভাপতি নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। এ সময় সভাপতি পদে আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মীর মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া ১ নম্বর সহসভাপতি হিসেবে দেওয়ান মোস্তাকুল ইসলাম ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে খোরশেদ আলমের নাম ঘোষণা করা হয়।