গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় সাইফুল ইসলাম নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার বেলা দুইটায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের ধলাগর ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার জেরে বাসে আগুন দেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা।
নিহত সাইফুল ইসলাম (৬০) কাপাসিয়া উপজেলার পাঁচুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি কাপাসিয়া উপজেলা ময়সন গ্রামের সুলতান মুক্তারের ছেলে। স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসে আগুন দেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা।
নিহতের ভাই কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক নুরুল ইসলাম ফরিদ বলেন, দুপুরে তাঁর ভাই মোটরসাইকেলে করে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। সড়কের কাপাসিয়ার ধলাগর নামক স্থানে অনন্য পরিবহনের যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একপর্যায়ে সেখানে তাঁর মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।