সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকালে নরসিংদীর রায়পুরায় সোনাকান্দি গ্রামে
সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকালে নরসিংদীর রায়পুরায় সোনাকান্দি গ্রামে

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের আমিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাগর ভূঁইয়া (২০) রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের আমিরাবাদ এলাকার জয়নাল ভূঁইয়ার ছেলে। পায়ে গুলিবিদ্ধ হয়েছেন মো. হান্না (২২) নামের এক তরুণ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাকান্দি গ্রামে একটি পক্ষের নেতৃত্ব দেন হান্নান। তাঁর একনিষ্ঠ কর্মী ছিলেন তৌকির। সম্প্রতি দুজনের মধ্যে মতবিভেদ দেখা দেয় এবং তৌকির আলাদা একটি দল গঠন করেন। হান্নানকে হটিয়ে এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছিল তৌকিরের দল।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই দুই পক্ষের সমর্থকেরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। আজ ভোরে দুই পক্ষই টেঁটা-বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামের অন্য পক্ষের কর্মী-সমর্থকেরা এতে যুক্ত হন। সংঘর্ষের সময় তৌকির পক্ষের সাগরের মাথায় ও হান্নার পায়ে গুলি লাগে। ১০০ শয্যার নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর সাগরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ সাগরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর ডান কানের ওপরে মাথায় গুলিবিদ্ধ হয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, সংঘর্ষে গুলিবিদ্ধ দুই তরুণের মধ্যে একজন মারা গেছেন। গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।