খুলনা নগরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নগরের ফরাজীপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম সুজলা রানী বিশ্বাস (৪৫)। তিনি ওই এলাকার শ্যামল কুমার বিশ্বাসের স্ত্রী। পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ রান্নাঘরের সিলিন্ডারের গ্যাস ছেড়ে আগুন লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ঘরের দরজা আটকে গায়ে আগুন ধরিয়ে দেন সুজলা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ওই গৃহবধূর গায়ের আগুন ও রান্নাঘরের আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে আগুন নিভে গেছে।
খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, পারিবারিক কলহের জেরে সুজলা রানী বিশ্বাস গায়ে আগুন দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, গায়ে আগুন লেগে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। কেন ও কী কারণে ঘটনা ঘটেছে, জানতে ওই গৃহবধূর স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে।