নাটোর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গাজিরবিল এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রুবেল ইসলাম (৩৬)। তিনি রাজশাহীর কাশিয়াডাঙ্গার বালিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌঘাঁটিতে কর্মরত ছিলেন।
নাটোর সদর থানা ও ঝলমলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রুবেল ইসলাম মোটরসাইকেলে নাটোরের দিক থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। তিনি গাজিরবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। তাঁর মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সেনা সদস্যের লাশ উদ্ধার করে। একই সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পরপরই ট্রাকটির চালক ও তাঁর সহকারীরা পালিয়ে যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির স্বজনেরা এলে এ ব্যাপারে মামলা হবে। পুলিশ ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তারে চেষ্টা করছে।