দুর্ঘটনার পর উভয় গাড়ির ভেতর থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ সকালে কালিহাতী উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সল্লা এলাকায়
দুর্ঘটনার পর উভয় গাড়ির ভেতর থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ সকালে কালিহাতী উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সল্লা এলাকায়

কালিহাতীতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে একটি ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক। আজ শুক্রবার ভোরে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম আজহার আলী। তিনি ঠাকুরগাঁওয়ের মহেষপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাৎক্ষণিকভাবে অন্য হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার বিষয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, উত্তরবঙ্গগামী ট্রাকটি ভোর সাড়ে ৫টার দিকে সল্লা এলাকায় পৌঁছালে ঢাকাগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির ভেতরে তিনজন আটকা পড়েন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের বের করে আনেন। ঘটনাস্থলে ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হন। কাভার্ড ভ্যানের চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।