উড়োজাহাজে চড়ে ঢাকায় যেতে অবৈধভাবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশ করা একটি শিশুকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।
১২ বছর বয়সী শিশুটির বাড়ি রংপুরের কোতোয়ালি থানার একটি মহল্লায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। তার বাবা অটোরিকশাচালক।
বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিশুটির সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিশুটির ইচ্ছা ছিল সৈয়দপুরে এসে বিমানে উঠবে। পরিকল্পনা অনুযায়ী গতকাল বিকেলে সে বাসে চেপে সৈয়দপুরে আসে। এরপর বাস থেকে নেমে ব্যাটারিচালিত অটোরিকশায় ১০ টাকা ভাড়া দিয়ে বিমানবন্দরে চলে আসে সে। সন্ধ্যা ৭টার দিকে অন্য একটি পরিবারের সদস্যদের সঙ্গে সে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করে। সেখানে তার গতিবিধি সন্দেহজনক মনে হয় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের। পরে তাকে আটক করা হয়।
বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন সুপারভাইজার ফাহমিদ হাসিব বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ভেদ করেই শিশুটি লাউঞ্জে ঢুকে পড়ে। কিন্তু তাঁরা সতর্ক ছিলেন। এর ফলে সে ধরা পড়ে।
ঘটনার পর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে দেখা যায়, শিশুটি বিমানবন্দরের টার্মিনালের একটি কক্ষে চেয়ারে বসে আছে। সেখানেই শিশুটি জানায়, সে উড়োজাহাজে চড়তে নিজের ইচ্ছায় বিমানবন্দরে এসেছে। কিন্তু তাকে বিমানে উঠতে দেওয়া হলো না।
বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশনের নিয়ম অনুযায়ী, অবৈধভাবে বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশ করা একটি অপরাধ। তবে অনুপ্রবেশকারী একটি শিশু। বিষয়টি মানবিকভাবে দেখা হচ্ছে। পরে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।