চতুর্থ ধাপের নির্বাচনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা তিনজনই আওয়ামী লীগের নেতা। এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের আপন ছোট ভাই তাজওয়ার মোহাম্মদ ফাহিম ওরফে নাইন্টি। যদিও আওয়ামী লীগের কেন্দ্র থেকে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের নির্বাচনে অংশ নিতে নিষেধ করা হয়েছে।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া অন্য দুজন হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আতাউর রহমান ও উপজেলার আওয়ামী লীগের সাবেক সদস্য নিজামুল হাসান (শিশির)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তাজওয়ার মোহাম্মদ ফাহিম। গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১২ মে মনোনয়নপত্র যাচাই–বাছাই হবে; ভোট গ্রহণ ৫ জুন।
নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যের ভাই হিসেবে আওয়ামী লীগ থেকে কোনো বাধা আছে কি না, জানতে চাইলে তাজওয়ার মোহাম্মদ ফাহিম প্রথম আলোকে বলেন, ‘গত ৩০ এপ্রিলের পরে নেত্রী (শেখ হাসিনা) ফ্যামিলির একটি সংজ্ঞা দিয়েছেন। ফ্যামিলি বলতে তিনি হাজব্যান্ড, ওয়াইফ ও সন্তানকে বুঝিয়েছেন। আমি তো ভাই। ভাইয়েরা তো নিজ নিজ আলাদা পরিবার হয়ে যায়। আর যে কথাটি নেত্রী মহোদয় নিজের মুখে বলেছেন, সেটি যদি আমরা ধরি, তাহলে সেখানে দলের মধ্যে বিতর্ক হওয়ার সুযোগ নেই।’
এই উপজেলা থেকে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৩ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন ওয়ায়েস কুরুনি, আফতাবুজ্জামান ওরফে প্রিন্স, আইনুল হক চৌধুরী, আজিজার রহমান, আবদুর রাজ্জাক ও গোলাম ফিরোজ কবির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারুল বেগম, শাবানা খাতুন, শিউলি বেগম ও শেফালী বেগম ওরফে রেখা।