ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রবাসী এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়ে অপর দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার নোয়াপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম তানজিল মিয়া (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা সৈয়দপাড়ার মৃত সৈয়দ আনিসুর রহমানের ছেলে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ছুটিতে বাড়িতে বেড়াতে এসে এক মাস আগে বিয়ে করেছিলেন তিনি। আহত অপর দুই বন্ধু হলেন অলি মিয়া (২৫) ও খাইরুল ইসলাম ওরফে শাওন (২৫)। আহত অলি মিয়া কসবা পৌর শহরের আড়াইবাড়ি এলাকার খোরশেদ মিয়ার ছেলে। আর একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে খাইরুল।
আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, এক মাস আগে দুবাই থেকে ছুটিতে এসে বিয়ে করেন তানজিল। আর আগামী ১ জুনের ফ্লাইটে অলি মিয়ার সৌদি আরবে যাওয়ার কথা ছিল। খাইরুল তাঁর বাবার ওয়ার্কশপে কাজ করেন। এমন দুর্ঘটনায় তাঁরা মর্মাহত।
পরিবার, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, তানজিল মিয়া, অলি মিয়া ও খাইরুল ইসলাম—তিন বন্ধু। গতকাল মঙ্গলবার বিকেলে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু ঘুরতে বের হন। তাঁরা গোপীনাথপুর ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় গিয়েছিলেন। রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা উপজেলার নোয়াপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা ট্রেনের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক তানজিল মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তানজিলের লাশ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. আজিজ আল মান্না বলেন, ট্রেনের ধাক্কায় তিনজনই মাথায় গুরুতর আঘাত পান। তাঁদের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে তানজিল মিয়াকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। অপর দুজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। অপর দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে নিহত তরুণের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।