নরসিংদীর মনোহরদী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটেছে।
মনোহরদীতে মারা গেছে মাহিন মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র। আজ বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া এলাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়। মাহিন মিয়া ওই এলাকার আবদুল মালেকের ছেলে। সে কৃষ্ণপুর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের নবম শ্রেণিতে পড়ত।
স্বজনেরা জানান, বৃষ্টির মধ্যে মাহিন বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়েছিল। জাল ফেলার আগেই হঠাৎ বজ্রপাত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালটির চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, ডোবায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোর মাহিনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল এবং ওই কিশোরের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে মৃত তরুণের নাম মো. নাইম (১৯)। তিনি উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী আতকাপাড়া গ্রামের মো. নাজিমুদ্দিনের ছেলে। আজ দুপুরে বৃষ্টির মধ্যে নাইম মাছ ধরার জন্য বাড়ির পাশ দিয়ে ব্রক্ষপুত্র নদে নেমেছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে তিনি আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বজ্রপাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।