চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের দুই কর্মী আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিশ গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই যুবদল কর্মী হলেন মাসুদ পারভেজ (৩৫) ও তাঁর চাচাতো ভাই মোহাম্মদ সাগর (৩২)। তাঁরা দুজনই উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসুদের পায়ে ও হাতে তিনটি গুলি লেগেছে। আর সাগরের ঊরুতে গুলি লাগে। দুজনকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, মাসুদ পারভেজ ও মোহাম্মদ সাগর বিকেলে ঘর থেকে বের হয়ে স্থানীয় পথেরহাট বাজারে যাচ্ছিলেন। চারটি অটোরিকশায় করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে অতর্কিত গুলি করা শুরু করে। পরে অটোরিকশায় করে ওই দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
এদিকে একই দিনে একই গ্রামে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়ার ভাই মুহাম্মদ ইউনুসকে (৪০) পিটিয়ে আহত করা হয়েছে।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়ার ভাইকে মারধরের খবর তিনি পেয়েছেন। তাঁকে মারধরের ঘটনায় মামলা করতে বলা হয়েছে। তবে দুজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে তাঁকে কেউ জানাননি।