আগামী জাতীয় নির্বাচন সংবিধানের আলোকেই হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। সেই সঙ্গে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির সমালোচনা করেছেন তিনি। তাঁর দাবি, বিএনপি এখন হচ্ছে পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দী সিংহ। তারা গর্জন করতে পারে। তাদের অন্য কিছু করার সামর্থ্য নেই।
আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির চলমান আন্দোলন ও সাংগঠনিক অবস্থার সমালোচনা করে মন্ত্রী এসব কথা বলেন।
সংবিধানের মধ্যে থেকেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানের আলোকে। বাংলাদেশের সংবিধানে নির্বাচনকালীন সরকারের প্রধান পূর্ববর্তী সরকারের প্রধান হবেন বলে উল্লেখ আছে। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারপ্রধান। বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না।
আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল ১৬ দিনের সফরে ঢাকায় আছে। প্রতিনিধিদলটি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করবে। এর অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করছে এই প্রতিনিধিদল।
ইইউর এই প্রতিনিধিদলের সফরের বিষয়টি ইতিবাচক হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ইইউ প্রতিনিধিদল এসেছে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য। তাদের আসাটা ইতিবাচক।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা পরিষদের হলরুমে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী ও আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতারা এবং স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।