প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চাকামইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবর রহমানের (৪৮) বিরুদ্ধে কলাপাড়া থানায় অভিযোগ করেছেন চাকামইয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবীর ওরফে কেরামত হাওলাদার। আজ বুধবার তিনি এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, যুবদল নেতা মো. মজিবর রহমান ২২ অক্টোবর বেলা ১১টার দিকে উপজেলার গামুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নুর ইসলামের বাড়ির মাঠে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। ওই বক্তব্যে মজিবর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন এবং অগণতান্ত্রিক পন্থায় সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে উসকানিমূলক বক্তব্য দেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, রাষ্ট্র, সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে যুবদল নেতার বিভ্রান্তিমূলক, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উসকানিমূলক এমন বক্তব্যে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করেছে।
হুমায়ুন কবীর বলেন, ‘মজিবরের এমন বক্তব্য ফেসবুকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং তাঁকে বিচারের আওতায় নেওয়ার দাবি জানাই।’
মজিবর রহমান বলেন, ‘রাজনৈতিকভাবে অনেক কথাই হয়। আমিও ওই সময় রাজনৈতিক বক্তব্য দিয়েছিলাম। এ ছাড়া অন্য কিছু নয়। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেনস্তা করার জন্য আমার বিরুদ্ধে এখন এসব অভিযোগ আনছে।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, আওয়ামী লীগের এক নেতার পক্ষ থেকে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।