গাজীপুরের শ্রীপুরে দক্ষিণ ভাংনাহাটি গ্রামে এম এন্ড ইউ ট্রিমস লিমিটেড নামের একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ড। আজ রোববার বেলা ২টার দিকে তোলা
গাজীপুরের শ্রীপুরে দক্ষিণ ভাংনাহাটি গ্রামে এম এন্ড ইউ ট্রিমস লিমিটেড নামের একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ড। আজ রোববার বেলা ২টার দিকে তোলা

শ্রীপুরে বোতাম কারখানায় আগুন, একজনের লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে বোতাম তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন একজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আজ বেলা দেড়টার দিকে এম এন্ড ইউ ট্রিমস লিমিটেড নামের বোতাম তৈরির ওই কারখানার গুদামে আগুন লাগে। গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু গুদামে রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত আগুন কারখানার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মো. ওমর ফারুক বলেন, গুদামঘরের ওপরে টিনের চালের ফাঁক দিয়ে আগুনের শিখা বের হতে দেখতে পেয়ে তাঁরা এগিয়ে যান। পুরো কারখানা আধা পাকা। ভেতরে রাসায়নিক ও প্লাস্টিকজাত দ্রব্য মজুত ছিল। দেড়টার দিকে আগুন লাগার পর খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে কাজ শুরু করেন।

মো. নজরুল ইসলাম নামের ওই কারখানার এক কর্মী বলেন, তাঁরা হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। দ্রুত কারখানার বিভিন্ন কক্ষে থাকা লোকজন বাইরে বের হয়ে আসেন। তিনি অন্তত সাতজনকে আহত অবস্থায় বাইরে বের করে আনতে দেখেছেন। পরে তাঁদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কর্মীরা কারখানার বিভিন্ন অংশ থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানকার নিকটবর্তী বাসিন্দারা ঘরের জিনিসপত্র বাইরে নিয়ে আসেন।

এ প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন তাঁরা। এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন অনেকেই। আগুন নিয়ন্ত্রণে এসেছে।