কুপিয়ে হত্যা
কুপিয়ে হত্যা

ফেনীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ফেনীতে পেয়ার আহমেদ (৪৬) নামের একজন আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর জাহানপুর গ্রামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। এ ছাড়া তাঁর দোকান ও বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালান দুর্বৃত্তরা।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার ইউনিয়নের উত্তর জাহানপুর গ্রামের পেয়ার আহমেদ একজন আওয়ামী লীগ কর্মী ছিলেন। গ্রামে তাঁর বাড়ির সামনে একটি ছোট্ট দোকান ছিল। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে পেয়ার আহমেদ ও তাঁর ছেলে কাউসার আহমেদ (২০) দোকানে বসেছিলেন। এ সময় সাত-আটজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে তাঁর দোকানে হানা দেন। দুর্বৃত্তরা দোকানে ঢুকেই পেয়ার আহমেদ ও তাঁর ছেলেকে জাপটে ধরে মারধর শুরু করেন। পরে বাবা ও ছেলেকে পাশের একটি পরিত্যক্ত খামারে নিয়ে যান। একপর্যায়ে ছেলে কাউছার কৌশলে ওই দুর্বৃত্তদের হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যান। এরপর দুর্বৃত্তরা পেয়ার আহমেদকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সেখানে তাঁর মরদেহ ফেলে রেখে চলে যান।

খবর পেয়ে স্বজন ও গ্রামের লোকজন মঙ্গলবার বিকেলে ওই খামারে গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং রাতেই পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে গত তিন দিনে এই নিয়ে ফেনী সদর উপজেলার তিন ইউনিয়নে তিনজন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী নিহত হয়েছেন।