বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি পাখির খামারে আগুন লেগে বিভিন্ন জাতের কয়েক হাজার পাখি মারা গেছে। আজ রোববার ভোরে উপজেলার সুরশাইল গ্রামের মো. শুভ্র শেখের পাখির খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চিতলমারী ইউনিটের সদস্য ও এলাকাবাসী মিলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় মো. শাকিল সুলতান (৪৮), মো. রাজু ফরাজী (২৮) ও তানজিল শেখ (১০) নামের তিনজন আহত হন। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত খামারি।
পুড়ে যাওয়া পাখির খামারটি তরুণ উদ্যোক্তা মো. শুভ্র শেখ। তিনি বলেন, বসতঘরের পাশেই তাঁর পাখির খামার। সাত–আট বছর ধরে অনেক কষ্ট করে খামারটি গড়ে তুলেছিলেন। খামারে ককাটেল, বাজরিগারসহ নানা জাতের চার হাজারের বেশি পাখি ছিল। ভোর চারটার দিকে হঠাৎ আগুনের উত্তাপ ও পাখির চেঁচামেচিতে তাঁদের ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে দেখেন, দাউ দাউ করে পুরো খামার জ্বলছে। মুহূর্তের আগুনে তাঁর সব স্বপ্ন শেষ।
চিতলমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুল অদুদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু তার আগেই দুটি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত খামারের মালিকের ভাষ্য, আগুনে তাঁর ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে।