রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী সমান ভোট পাওয়ায় ১৫ জানুয়ারি আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে শুধু সমান ভোট পাওয়া দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ১৫ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। যে দুজন প্রার্থী সমান ভোট পেয়েছেন, শুধু তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে মো. শাহাজাদা ও ঘুড়ি প্রতীক নিয়ে সাইফুল ইসলাম ৩ হাজার ১৯৭ ভোট পান। এ ছাড়া এম এ রাজ্জাক মণ্ডল লাটিম প্রতীকে ১ হাজার ৮৯২ ভোট পান। এ ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন।