মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এক রাজমিস্ত্রিকে তাঁর সহকারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজমিস্ত্রির নাম মো. মিজান (২৫)। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আবদুলবাড়ি আকন্দের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. শাহাদাত (২২)। তাঁরা টঙ্গিবাড়ীর শিমুলিয়া গ্রামে ভাড়া থেকে ভবন নির্মাণের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, কয়েক দিন ধরে রাজমিস্ত্রি মো. মিজানের সঙ্গে শাহাদাত টঙ্গিবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। শাহাদাত মিজানের কাছে কিছু টাকা পেতেন। আজ ভোরে পাওনা টাকা নিয়ে তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় মিজান তাঁর সহকারী শাহাদাতকে থাপ্পড় মারেন। এতে শাহাদাত ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে মিজানের মাথায় আঘাত করেন। এতে মিজান ঘটনাস্থলেই মারা যান। পরে শাহাদাত মিজানের মরদেহ ঘর থেকে টেনে বাড়ির পাশের পুকুরে নিয়ে যান। বাড়ির এক নারী বিষয়টি দেখে ফেলেন। ওই নারী আশপাশের লোকজনকে জানান। পরে তাঁরা শাহাদাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল ৯টার দিকে নিহত মো. মিজানের মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মিজানের সহকারী শাহাদাতকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।