সিলেটের হরিপুরে নতুন গ্যাসকূপ, ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত থাকতে পারে

সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে
ছবি: প্রথম আলো

সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে। কূপটিতে প্রায় ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে বলে ধারণা করা হচ্ছে। এলএনজির আমদানি মূল্য হিসেবে এই গ্যাসের দাম প্রায় ১০ হাজার কোটি টাকা। আজ রোববার বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুন থেকে হরিপুর গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপে অনুসন্ধান শুরু হয়। প্রায় ২০২ কোটি টাকা প্রকল্প ব্যয়ে অনুসন্ধান কার্যক্রম চালানো হয়। কূপটিতে প্রায় ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কূপটি থেকে প্রতিদিন ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কূপ থেকে গ্যাসের উত্তোলন পর্যায়ে যেতে আরও প্রায় ৬ মাসের মতো সময় লাগবে। নতুন কূপটি থেকে এর আগে গ্যাস উত্তোলন করা হয়নি। তবে হরিপুর গ্যাসক্ষেত্রের ৭ ও ৯ নম্বর কূপ থেকে বর্তমানে গ্যাস উত্তোলন করা হচ্ছে বলে জানান তিনি।

২২ নভেম্বর  সিলেটের কৈলাসটিলায় পরিত্যক্ত ২ নম্বর কূপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। যেখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।