গোপালগঞ্জের মুকসুদপুরে সিরাজ শেখ (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে উপজেলার রাঘদী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজ শেখ মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের তোবারক শেখের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের চাচাতো ভাই।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার ভোরে সিরাজ শেখ প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে দেশীয় অস্ত্র নিয়ে সিরাজের ওপর হামলা করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সিরাজের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কোপালে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সিরাজ শেখের রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ওই গ্রামের সবুর শেখ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জেরে ওই গ্রামে চারটি হত্যার ঘটনা ঘটেছে। এসব হত্যার ঘটনায় একাধিক মামলা হলে সিরাজ শেখের বাড়ি পুরুষশূন্য ছিল। সিরাজ একমাত্র মেয়েকে নিয়ে ওই বাড়িতে বাস করতেন। সিরাজের দুই ছেলের একজন প্রবাসে, অন্য ছেলে ঢাকায় থাকেন। এলাকায় প্রভাব বিস্তার ও নির্বাচনী বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, কে বা কারা সিরাজকে কুপিয়ে হত্যা করেছে, সেটি এখনো জানা যায়নি। পুলিশ এ বিষয়ে কাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মাথায়, পিঠে ও হাতে গুরুতর জখম রয়েছে।