নাটোরে গ্যারেজে মোটরসাইকেল রাখা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে নাজমুল হাসান (২৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে নাটোরের লালপুর উপজেলার নন্দরায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান একই গ্রামের আবদুল আজিজের ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, ওয়ালিয়া ইউনিয়নের নন্দরায়পুর গ্রামে মনসাপূজা উপলক্ষে মেলা চলছিল। গতকাল রাত সাড়ে আটটার দিকে নাজমুল হাসান নামের এক প্রসাধনী ব্যবসায়ী মোটরসাইকেল নিয়ে ওই মেলায় যান। তিনি মেলার নির্ধারিত গ্যারেজে মোটরসাইকেলটি রাখতে অসম্মতি জানালে গ্যারেজমালিকের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গ্যারেজের এক কর্মী ছুরিকাঘাত করলে নাজমুল হাসান গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যবসায়ীর বাবা আবদুল আজিজ বলেন, স্থানীয় হাজিরহাট বাজারে তাঁর ছেলে নাজমুলের প্রসাধনীর দোকান রয়েছে। সেখান থেকে নাজমুল মেলায় গিয়েছিল। মোটরসাইকেল রাখা নিয়ে গ্যারেজমালিকের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মী জিয়া ইসলাম ছুরিকাঘাত করে তাঁর ছেলেকে হত্যা করেছেন।