যমজ ভাই এস এম মুজাহিদ ও এস এম আরাফাত
যমজ ভাই এস এম মুজাহিদ ও এস এম আরাফাত

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন যমজ ভাই

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার যমজ ভাই এস এম মুজাহিদ ও এস এম আরাফাত চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন। উপজেলার সরকারি বেগম নূরুননাহার তর্কবাগীশ কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে তাঁরা এ ফল অর্জন করেছেন।

মুজাহিদ ও আরাফাত রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার কলেজশিক্ষক মো. শাহিনূল ইসলাম ও কামরুন্নাহার খাতুন দম্পতির সন্তান।

গতকাল বুধবার দুপুরে কথা হয় দুই ভাইয়ের সঙ্গে। মুজাহিদ ও আরাফাত জানান, মা–বাবার পাশাপাশি শিক্ষক দাদা মো. শহিদুল্লাহ তাঁদের পড়ালেখার প্রতি খেয়াল রাখেন। এর আগে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ধানঘরা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাঁরা জিপিএ-৫ পেয়েছিলেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলেন দুই ভাই।

বাবা উপজেলার নিমগাছী ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. শাহিনূল ইসলাম বলেন, দুই ছেলে প্রকৌশলী হতে চান।