মাদক কেনার জন্য দুই ছেলে ও স্ত্রীর কাছে টাকা চান এক ব্যক্তি। কিন্তু তাঁরা তাঁকে টাকা দেননি। এতে স্ত্রী ও ছেলেদের মারধর করেন ওই ব্যক্তি। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁরা তাঁর গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দোয়ানীচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন জয়নাল আবেদিন (৬০)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দোয়ানীচালা এলাকার মনছুর আলীর ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলেন, জয়নাল আবেদিন নেশাগ্রস্ত হয়ে ঘুরে বেড়াতেন। গতকাল শনিবার দিবাগত রাতে নেশার টাকার জন্য তিনি স্ত্রী রেশমা আক্তার ও দুই ছেলে রনি ও রনজুকে এলোপাতাড়ি মারধর করেন।
একপর্যায়ে তাঁরা জয়নাল আবেদিনের গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। খবর পেয়ে ভোর পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নালের স্ত্রীকে আটক করে। তবে পুলিশের উপস্থিতিতে তাঁর দুই ছেলে পালিয়ে যান।
রোববার সকালে পুলিশ জয়নাল আবেদিনের লাশ সেখান থেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পুলিশ ধারণা করছে, নেশার টাকার জন্যই তাঁদের মধ্যে ঝগড়াবিবাদ হয়। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, হত্যার অভিযোগে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। ছেলেদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।