মেহেরপুরের গাংনী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ফারিহা আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফারিহা বাঁশবাড়িয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করার পর বাড়িতে ফেরার পথে বাসচাপায় সে নিহত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাশেই ফারিহাদের বাড়ি। সে বিকেলে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলা করে বাড়িতে ফিরছিল। এ সময় সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনার পর এলাকাবাসী বাসটি আটক করে। কিন্তু সুযোগ বুঝে চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফারিহার প্রতিবেশী জান্নাতুন খাতুন বলেন, ফারিহা তাঁদের খুব আদরের মেয়ে। ফারিহার শোকে তার মা বারবার জ্ঞান হারাচ্ছেন। পুরো এলাকায় মাতম চলছে।