বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় হামলায় নিহত স্বেচ্ছাসেবক লীগে নেতা নাহিদ হাসান
ছবি: সংগৃহীত

বগুড়ায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নাহিদ হাসান (৩৫) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার রাত আটটায় মালগাম ডাবতলা এলাকায় ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমানের সহচর ছিলেন।

বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ির পরিদর্শক হরিদাস মণ্ডল বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন রাত আটটার দিকে ধারালো অস্ত্র দিয়ে নাহিদকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের শিকার নাহিদ হাসান বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। আমার সঙ্গেই থাকতেন। বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ তাঁকে কুপিয়ে হত্যা করেছে।’