গৌরনদীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ, আহত ২

বরিশালের গৌরনদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান ওরফে শামীমের বাড়িতে তাঁর চাচাতো ভাইয়ের পরিত্যক্ত একটি ঘরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার গোবর্ধন গ্রামের এ বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।

আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের দাবি, যে ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি তাঁর চাচাতো ভাইয়ের। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে ফিরে শুনেছেন, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকার কোনো আলামত পাননি। বিস্ফোরণে আহত দুজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত হৃদয় হোসেন ওরফে রিফাত মৃধা (২২) নামের এক তরুণের অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের গোবর্ধন গ্রামের বাড়িতে তাঁর চাচাতো ভাই নাজমুল সরদারের পরিত্যক্ত একটি ঘরে আজ বেলা সোয়া একটার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনার পর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে অতিরিক্ত সহকারী পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন। এ সময় গ্রামের উৎসুক জনতা ঘটনাস্থলে ঢোকার চেষ্টা করলেও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিখিল চন্দ্র বলেন, বেলা দুইটার দিকে সামান্য আহত অজ্ঞাতনামা এক তরুণ গুরুতর আহত হৃদয় হোসেনকে (২২) হাসপাতালে রেখে চলে যান। রিফাতের শরীরের ৮০ শতাংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, বিস্ফোরণের পরপরই পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কী বিস্ফোরণ হয়েছে, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জেলা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বোমার বিস্ফোরণ ঘটেছে, এটা নিশ্চিত। তবে বোমা তৈরি নাকি মজুত বোমা, সেটির রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।