বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। বুধবার টাঙ্গাইল সদরের করের বেতকা গ্রামে তানজিমের বাড়িতে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। বুধবার টাঙ্গাইল সদরের করের বেতকা গ্রামে তানজিমের বাড়িতে

লেফটেন্যান্ট তানজিমের পরিবারের প্রতি তারেক রহমানের সমবেদনা

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় প্রাণ হারানো সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ারের (নির্জন) পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বেলা ১১টার দিকে তারেক রহমানের পক্ষে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল ওই সেনা কর্মকর্তার বাড়িতে যায়।

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামের বাড়িতে গিয়ে প্রতিনিধিদলে থাকা ব্যক্তিরা তানজিম সারোয়ারের বাবা, মা, বোনসহ স্বজনদের সান্ত্বনা দেন। পরে তাঁরা লেফটেন্যান্ট তানজিমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

প্রতিনিধিদলের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সাংবাদিকদের বলেন, ‘তানজিম হত্যায় সেনাবাহিনী পদক্ষেপ নিচ্ছে। এর নাড়ি-নক্ষত্র বের করার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ক্রিমিনালদের ধরার মাধ্যমেই এর দ্রুত বিচার হবে। ভবিষ্যতে যারা এ রকম চিন্তাভাবনা করবে, তাদের প্রতিহত করতে পারব। এ পরিস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয়, দেশে এখনো অনেক অরাজকতা বিরাজ করছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফল আজকের বর্তমান পরিস্থিতি।’

ফজলে এলাহি আকবর আরও বলেন, ‘ডাকাত কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম-বর্ণ পার্টি-পলিটিকস—সবকিছু পেছনে রেখে একত্রে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘জাতিসংঘে ড. ইউনূস কয়েকটা দিনের জন্য গেছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা তাঁর সাথে দেখা করতে উঠেপড়ে লেগেছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়।’

পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তানজিমের কবরে শ্রদ্ধা নিবেদন করে প্রতিনিধি দল। বুধবার টাঙ্গাইল সদরের করের বেতকা গ্রামে

সাত সদস্যের প্রতিনিধিদলে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সিদ্দিক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রশিদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাঈদ, অবসরপ্রাপ্ত মেজর সিদ্দিক, অবসরপ্রাপ্ত মেজর মান্নান। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট তানজিম সারোয়ার গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানে গিয়ে ডাকাতের হামলায় নিহত হন। তিনি টাঙ্গাইল সদরের করের বেতকা গ্রামের সারোয়ার জাহান ওরফে দেলোয়ারের ছেলে।

পাবনা ক্যাডেট কলেজ থেকে তিনি উচ্চমাধ্যমিক পাস করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট তানজিম ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশনড লাভ করেন।