ইজিবাইক ছিনতাই করার সময় পিটুনিতে একজন নিহত

পিটুনি
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে ইজিবাইক ছিনতাই করার সময় পিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার ভুলাপাতা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকের চালক আহত হন।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স ৩৫–৪০ বছর। আহত ইজিবাইকচালকের নাম রাজু আহমেদ (৩৫)। তাঁর বাড়ি উপজেলার গুয়াখোলা গ্রামে। তাঁকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে চার ব্যক্তি উপজেলার রাজঘাট থেকে খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে যাওয়ার কথা বলে রাজু আহমেদের ইজিবাইকটি ভাড়া করেন। চালকের পাশে একজন এবং পেছনে তিনজন বসেছিলেন। তাঁদের কাছে থলে ছিল। থলের মধ্যে ইট রাখা ছিল। ইজিবাইকটি রাজঘাট-জামিরা বাজার সড়ক দিয়ে যাচ্ছিল। উপজেলার সাভারপাড়া গ্রাম পার হয়ে ভুলাপাতা গ্রাম। সাভারপাড়া ও ভুলাপাতা গ্রামের মাঝখানে প্রায় এক কিলোমিটার সড়ক ফাঁকা। সড়কের দুই পাশে ধানখেত ও মাছের ঘের। সড়কের এই অংশে পূর্ব পাশে খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রাম এবং পশ্চিম পাশে অভয়নগর উপজেলার ভুলাপাতা গ্রাম।

রাত নয়টার দিকে ইজিবাইকটি ভুলাপাতা গ্রামের ঢোকার আগে দুই সড়কের মোড়ে একটি মাছের ঘেরের পাড়ে পৌঁছায়। এ সময় ওই চার ব্যক্তি ইজিবাইকচালককে জামিরা বাজারে যাবেন না বলে জানান এবং ইজিবাইক ঘুরিয়ে রাজঘাটে ফিরে যেতে বলেন। ইজিবাইক ঘোরানোর সময় পাশে বসে থাকা ব্যক্তি চালক রাজু আহমেদের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এ সময় ভুলাপাতা গ্রামের দিক থেকে সড়ক দিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান আসছিল। রাজু আহমেদ এ সময় চিৎকার দেন। ভ্যানটি থেকে দুজন যাত্রী নেমে আসেন। তাঁদের চিৎকারে আশপাশের ধানের খেত ও মাছের ঘের থেকে লোকজন এসে ওই ছিনতাইকারীকে ধরে পিটুনিতে দেন। তবে অন্য তিনজন পালিয়ে যান।

স্থানীয় লোকজন গুরুতর আহত ছিনতাইকারী ও ইজিবাইকচালককে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিলাদ্রী শেখর কুণ্ডু বলেন, রাত ৯টা ৫০ মিনিটে দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে একজন আগেই মারা যান। আহত রাজু আহমেদকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় আঘাত লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলটি খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের মধ্যে পড়েছে। ফুলতলা থানার ওসি সাহেবও এসেছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।