বান্দরবানের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী ও রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লাল সমকিম বমকে বদলি করা হয়েছে। তাঁকে লালমনিরহাট ২৫০ শয্যার হাসপাতালে বদলি করা হয়। এ ছাড়া একই হাসপাতালের নার্স দীপালি বাড়ৈকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
গত সোমবার এই দুজনকে তাৎক্ষণিক বদলির আদেশ হয় বলে বান্দরবানের সিভিল সার্জন মাহবুবুর রহমান আজ বৃহস্পতিবার জানিয়েছেন।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজিএনএম) দপ্তর থেকে লাল সমকিম বম ও দীপালি বাড়ৈকে বদলির আদেশ পাঠানো হয়েছে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। বদলির কারণ হিসেবে জনস্বার্থের কথা বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা বলেন, নাথান বমের স্ত্রী ও আরেক নার্স দীপালি বাড়ৈয়ের সঙ্গে কেএনএফের যোগাযোগ আছে বলে সন্দেহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের মাধ্যমে কেএনএফের বিরুদ্ধে চলমান অভিযানসংক্রান্ত তথ্য পাচার হওয়ার আশঙ্কা আছে। লাল সমকিম বমকে আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি তখন দাবি করেছিলেন, তাঁর স্বামীর সঙ্গে কয়েক বছর ধরে তাঁর যোগাযোগ নেই।
বান্দরবানের নতুন সশস্ত্র সংগঠন কেএনএফ ২০২১ সালের মাঝামাঝি থেকে পাহাড়ে প্রকাশ্যে তৎপরতা শুরু করে। সংগঠনটির প্রধান নাথান বমের বাড়ি রুমা বাজারের ইডেনপাড়ায়। তাঁর স্ত্রী সেখানে থাকেন। কেএনএফ ২ এপ্রিল রাতে রুমার সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা করে। টাকা নিতে না পেরে ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ ও পাহারায় থাকায় পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায়। পরের দিন দুপুরে থানচির সোনালী ও কৃষি ব্যাংক থেকে ১০ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী সমন্বিত অভিযান পরিচালনা করছে। অভিযানে এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।