ভান্ডারিয়ায় দুই সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নৌকার মেয়র প্রার্থীর

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে দুই সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ জোমাদ্দার। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন (মঞ্জু) এবং তাঁর জামাতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

আজ সোমবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ জোমাদ্দার এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ফাইজুর রশিদ জোমাদ্দার বলেন, ৮ জুলাই স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন ও ৯ জুলাই সংসদ সদস্য মজিবুর রহমান বাইসাইকেল মার্কার (জেপির প্রতীক) পক্ষে মিছিল ও মোটর শোভাযাত্রা করেন।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দুজন সংসদ সদস্য মহড়া করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার দুপুরে মজিবুর রহমান ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় নৌকা মার্কার স্লোগান দেওয়ায় ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার, যুগ্ম আহবায়ক আল অমিন সরদার, পৌর ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুনকে পিস্তল উঁচিয়ে হুমকি দেন তিনি (মজিবুর)। তাঁদের অকথ্য ভাষায় গালাগালও করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫ আইনে সুস্পষ্ট উল্লেখ রয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী প্রচারণায় বা নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ  করতে পারবেন না। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে সংসদ সদস্য রয়েছেন। এ ছাড়া বিধিমালা অনুযায়ী, কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যানবাহন নিয়ে মিছিল বা মশাল মিছিল করা যাবে না কিংবা কোনো ধরনের মহড়া দেওয়া যাবে না।

ফাইজুর রশিদ আরও অভিযোগ করেন, নির্বাচনকে বানচাল ও সহিংস করতে জেপি প্রার্থী মো.মাহিবুল হোসেন বিভিন্নভাবে পাঁয়তারা করছেন। এমনকি বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে দুই সংসদ সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে জানতে চাইলে সংসদ সদস্য আনোয়ার হোসেনের একান্ত সচিব মেজবাউদ্দিন বলেন, আনোয়ার হোসেন দলের প্রার্থীর পক্ষে কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। তিনি ঢাকা থেকে বাড়িতে আসার পথে নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানাতে মোটরশোভাযাত্রা করেছেন। মজিবুর রহমান চৌধুরীও একইভাবে শ্বশুরবাড়িতে এসেছিলেন। পিস্তল উঁচিয়ে তিনি কোনো হুমকি দেননি।

দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে আওয়ামী লীগ ও জেপির প্রার্থীসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত শনিবার বিকেলে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন ঢাকা থেকে ভান্ডারিয়ায় পৌছলে দলের নেতা-কর্মীরা কয়েক শ মোটরসাইকেল ও মাইক্রেবাস নিয়ে মহড়া দেয়। এ সময়ে তাঁরা জাতীয় পার্টির (জেপি) দলীয় প্রতীক বাইসাইকেলের স্লোগান দেন।

এ ঘটনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফাইজুর রশিদ জোমাদ্দার রিটার্নিং কর্মকর্তার কাছে সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ করেন। শনিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ ঘটনায় জাতীয় পার্টির (জেপি) মেয়র প্রার্থী মাহিবুল হোসেনকে আচরণবিধি লঙ্ঘনের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। দুই কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্বাচনের প্রচার–প্রচারণা শেষ হবে ১৫ জুলাই রাত ১২টায়।