খুন
খুন

পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে খুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম মনজুর আলম (৪৩)। তিনি উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত দলিলুর রহমানের ছেলে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মো. সোহেল নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তিন বছর আগে মো. সোহেল সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে মনজুর আলমকে সংযুক্ত আরব আমিরাতের একটি ভিসা করে দেন। মনজুরকে বলা হয়েছিল দুবাইয়ে তাঁকে ভালো চাকরি দেওয়া হবে। কিন্তু দুবাইয়ে গিয়ে মনজুরকে বেকার থাকতে হয়। তিন মাস পর কাজ না পেয়ে তিনি দেশে চলে আসেন। এরপর সাড়ে তিন লাখ টাকা ফেরত পেতে সোহেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

নিহত মনজুরের পরিবারের সদস্যরা জানান, সকালে টাকা ফেরত দেওয়ার কথা বলে মনজুরকে ডেকে নিয়ে যান সোহেল। সাক্ষাতে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল মনজুরকে ছুরিকাঘাত করেন। এ সময় মনজুরের চিৎকার শুনে বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে নিহত ব্যক্তির ছোট ভাই মোহাম্মদ মনছুর আলম বলেন, ‘পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আমি খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নিহত মনজুর আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।