মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থী তাঁর নির্বাচনী প্রচারে বাধা ও তাঁকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোয়াত-কলমের প্রার্থী এম মাহবুব উল্লাহ উপজেলার কোলা এলাকায় এ সংবাদ সম্মেলন করেন।
এম মাহবুব উল্লাহ জেলা পরিষদের সাবেক সদস্য এবং কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনিসহ তিনজন প্রার্থী শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য দুজন হলেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান এবং আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান। তৃতীয় ধাপে ২৯ মে এ নির্বাচনের ভোট গ্রহণ হবে।
সংবাদ সম্মেলনে দোয়াত-কলমের প্রার্থী মাহবুব উল্লাহ জানান, নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান এবং তাঁর সমর্থকেরা তাঁকে নানাভাবে হুমকি-ধমকি, প্রচার প্রচারণায় বাধা দিয়ে যাচ্ছেন। বাধা উপেক্ষা করে তিনি প্রচার–প্রচারণায় চালিয়ে যাচ্ছেন। মাহবুব উল্লাহ দাবি করেন, ‘আমার জনসমর্থন দেখে মসিউর রহমানরা ভীত। তাঁরা জেনে গেছেন, এ উপজেলার মানুষ আমাকে ভোট দেবেন। তাঁরা হারবেন। কোনোভাবে তাঁরা আমাকে আটকাতে পারছেন না। তাই তাঁরা এখন ষড়যন্ত্র শুরু করেছেন। কে বা কারা, কী জন্য কাকে টাকা দিচ্ছেন, সেই ভিডিও ধারণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম, বেনামি অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রচার করছেন। এমন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থার দাবি জানাচ্ছি।’
এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মসিউর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।