ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। আজ বুধবার সকালে সাড়ে নয়টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা উচ্চবিদ্যালয়ে
ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। আজ বুধবার সকালে সাড়ে নয়টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা উচ্চবিদ্যালয়ে

‘আরামে ভোট দিলাম, আইলাম আর গেলাম’

‘আরামে ভোট দিলাম। আইলাম আর গেলাম, কোনো ঝামেলা নাই। ফাঁকা মাঠ। একসময় ভোট দিতে আইয়া কত কষ্ট অইত। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াইয়া থাকতে অইত। হইহুল্লোড় চিল্লাপাল্লা অইত। আর অহন কোনো ঝামেলাই নাই।’ ভোট দিয়ে ফেরার সময় এমন মন্তব্য করেন ভোটার শাহাবুদ্দিন (৬০)। তাঁর বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়ার এলাকায়।

আজ বুধবার প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত।

আজ সকাল নয়টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফাঁকা মাঠ। ভেতর–বাইরে কোনো হইচই নেই। কয়েকজন সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের মাঠে দাঁড়িয়ে আছেন। প্রতিটি ভোটের বুথে দায়িত্বরত ব্যক্তিরা আছেন।

ভোটকক্ষের সামনে কৃষ্ণচূড়াগাছের নিচে দাঁড়িয়ে জসিম উদ্দিন ও নজরুল ইসলাম নামের দুজন আনসার সদস্য দাঁড়িয়ে গল্পগুজব করছেন। তাঁরা বলেন, ‘এক–দুজন করে পুরুষ ভোটার আসছেন। সকালে নারী ভোটারের উপস্থিতি খুবই কম। হয়তো রান্নাবান্নার ঝামেলা সেরে পরে ভোট দিতে আসবেন। লোকজন নেই। আমরাও দাঁড়াইয়া আরাম করতাছি।’

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আতিকুর রহমান জানান, এই কেন্দ্রে পুরুষ ভোটার দুই হাজার ৭৯ জন। আর নারী ভোটার ২ হাজার ৯১ জন। সকাল সাড়ে নয়টা পর্যন্ত ৪০–৫০টি ভোট পড়েছে।

ভোট দিয়ে ফেরার সময় রেজিয়া খাতুন নামের এক ভোটারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘প্রার্থীর লোকজনের তাগদায় গিরস্থালির কাজকাম ফালাইয়া আইছিলাম। আওয়ার সাথে সাথেই ভোট দিয়ে অহন তাড়াতাড়ি বাড়িতে যাইতাছি।’

ভোটার কম উপস্থিতির এমন দৃশ্য লক্ষ করা যায় পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চকদিগা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রেও।

প্রথম ধাপে আজ কিশোরগঞ্জ সদর উপজেলা, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ আলম প্রথম আলোকে বলেন, সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুই ঘণ্টা পার হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।