ঢাকার ধামরাই উপজেলায় বাসের চাপায় কলেজশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ধামরাই থানা স্ট্যান্ডের পাশে পদচারী–সেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিহত কলেজশিক্ষকের নাম পুলক কৃষ্ণ মজুমদার (৪৭)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি থানার মাশালিয়া গ্রামের কেশব লাল মজুমদারের ছেলে। নিহত পুলক ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
সাভার হাইওয়ে থানা-পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ধামরাই থেকে ধানকোড়ায় শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে রওনা দেন পুলক কৃষ্ণ মজুমদার। তিনি ধামরাই থানা স্ট্যান্ডের পাশে পদচারী–সেতুর নিচে সড়ক বিভাজক টপকে মহাসড়কের ঢাকাগামী লেন থেকে আরিচাগামী লেনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি চিহ্নিত করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনেরা থানায় এসেছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।