চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর

নিলাম কার্যক্রমে ধীরগতি, ক্ষুব্ধ নৌ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা পণ্যের জঞ্জাল না সরানোয় ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ জন্য কাস্টমসের নিলাম কার্যক্রমে গতি বাড়ানোর কথা বলেছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও শেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এম সাখাওয়াত হোসেন এ ক্ষোভ প্রকাশ করেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘এখানে আমি প্রথম যখন আসলাম তিন মাস আগে, যা দেখলাম মোটামুটি সে অবস্থাতেই আছে। কিছু হয়তো কমেছে। এই গতিতে চললে আরও তিন বছরেও হবে না। আমি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছি যত তাড়াতাড়ি নিলাম শেষ করতে।’

নৌ উপদেষ্টা আরও বলেন, ‘সংশ্লিষ্টরা আমার কাছ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিয়েছেন। এ সময়ে অকশন গোলা (নিলাম পণ্য রাখার স্থান) পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে যদি নিলাম কর্মকাণ্ড শেষ না হয়, তাহলে বন্দর চেয়ারম্যান ব্যবস্থা নেবে।’

নৌ উপদেষ্টার বন্দর পরিদর্শনের সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।