মেয়র প্রার্থী তাহসীন বাহার ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন (ডানে)
মেয়র প্রার্থী তাহসীন বাহার ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন (ডানে)

মেয়ের প্রচারণায় অংশ না নিতে সংসদ সদস্যকে রিটার্নিং কর্মকর্তার চিঠি

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহারের পক্ষে প্রচারণায় অংশ না নেওয়ার অনুরোধ জানিয়ে কুমিল্লা-৬ (আদর্শ সদর-সিটি করপোরেশন-সেনানিবাস) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীনকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন গতকাল সোমবার রাতে ওই চিঠি দেন।

তাহসীন বাহার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা। তাহসীনের পক্ষে কয়েক দিন ধরে বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সংসদ সদস্য ভোট চেয়ে আসছেন। এ নিয়ে অন্য তিন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘৩ মার্চ কুমিল্লা নগরের ইস্টার্ন প্লাজা মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার নামে নির্বাচনী সভা করেন। এ সময় তিনি বাস প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভিডিও চিত্রসহ লিখিত অভিযোগ করেন, যা সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬–এর ২২(১) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় তাহসীন বাহারের পক্ষে প্রচারণায় বিরত থাকার জন্য আপনাকে অনুরোধ করা হলো।’

২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে সংসদ সদস্য বাহাউদ্দীনকে এলাকা ছাড়তে বলেছিল নির্বাচন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৮ জুন হাইকোর্টে একটি রিট করেন তিনি। তখন হাইকোর্ট রুল জারিসহ নির্বাচন কমিশনের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। ওই আদেশের ওপর ভিত্তি করে ১ মার্চ সংসদ সদস্য আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়ে সিটি নির্বাচনে প্রচারণা চালাতে পারবেন বলে জানান। তবে রিটার্নিং কর্মকর্তা গতকালের চিঠিতে জানিয়েছেন, আদালতের আদেশে নির্বাচনী আচরণ বিধিমালার ওপর কোনো স্থগিতাদেশ ছিল না।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সংসদ সদস্য প্রতিদিনই কোনো না কোনো সংবর্ধনা, মতবিনিময় সভা করছেন, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী মেয়রপ্রার্থীরা অভিযোগ করেছেন। এসব অভিযোগের ভিডিও দেওয়া হয়েছে। এ জন্য তাঁকে চিঠি দিয়ে প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।