নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আজ বুধবার সকালে উপজেলার সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়টির শিক্ষকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে পুরোনো ব্যানার টানানোর কারণে ভুলবশত এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি ঘোষণা অনুযায়ী আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে সকালে সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানের ব্যানারে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক জাফর আহমদ প্রথম আলোকে বলেন, গণ-অভ্যুত্থানে দেশছাড়া সাবেক এক প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন খুবই দুঃখজনক। শিক্ষকদের কাছ থেকে এমন দায়িত্বহীন কিছু আশা করা যায় না। বই বিতরণের জন্য স্বাভাবিকভাবেই বিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বপ্রস্তুতি থাকার কথা। শিক্ষকেরা এ ঘটনার দায় এড়াতে পারেন না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল মঙ্গলবার চাকরি থেকে অবসরে গেছেন। এ কারণে আজ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আজ সকালে বই বিতরণের সময় বিদ্যালয়ে থাকা পুরোনো একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। কিন্তু ব্যানারে যে শেখ হাসিনার ছবি রয়ে গেছে, সেটি তাঁরা খেয়াল করেননি। কারণ, কয়েক বছর ধরে ওই ব্যানারটি টানিয়ে বই বিতরণ করা হচ্ছিল। সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ভুলটি হয়েছে।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে বই বিতরণের একটি ছবি তিনি পেয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে তিনি এরই মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।