কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় তায়েব মিয়া (২৪) নামের এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ভৈরব বাস টার্মিনালের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েব নেত্রকোনা শহরের কামাল মিয়ার ছেলে। তায়েব ভৈরব-ঢাকা রুটে চলাচলকারী চলনবিল পরিবহনের বাসের চালকের সহকারীর কাজ করতেন।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে আরাকান পরিবহনের একটি বাস টার্মিনালে ঢুকছিল। ওই সময় পেশাগত প্রয়োজনে তায়েব টার্মিনালের প্রবেশমুখে দাঁড়িয়ে ছিলেন। আরাকান পরিবহনের বাসটি টার্মিনালে ঢোকার সময় তায়েবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ওই বাসের চালক জামাল বাস রেখে পালিয়ে যান।
তায়েবের মামা কাজল মিয়া দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, তায়েব ও জামাল একে অপরের পরিচিত। দুজনই মাদকাসক্ত ছিলেন বলে তিনি দাবি করেন। কয়েক দিন ধরে দুজনের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। এ অবস্থায় জামালের গাড়ির নিচে পড়ে তায়েবের মৃত্যুকে তিনি স্বাভাবিক দুর্ঘটনা ভাবতে রাজি নন। জামাল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি দাবি করেন।
অভিযোগের বিষয়ে জানতে জামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে দুর্ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা বলেন, তায়েব মিয়ার লাশ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।